সিটিজেন চার্টার (নাগরিক সেবা প্র্রদান প্রতিশ্রুতি )
ক্রঃ |
প্রদেয় সেবার বিবরণ |
সেবা প্রদান পদ্ধতি |
সেবার নির্ধারিত মূল্য |
সেবা প্রদানের নির্ধারিত সময় |
আবেদনপত্রের সাথে যে সকল কগজপত্র জমা দিতে হবে |
০১ |
ভূমি উন্নয়ন কর প্রদান ও এর নির্ধারনে আপত্তি নিষ্পত্তি |
মালিকানা সংক্রান্ত কাগজ পত্র প্রদর্শন পূর্বক ইউনিয়ন ভূমি অফিস এ ভূমি উন্নয়নকরের টাকা পরিশোধ করে রশিদ গ্রহণ করা যায় ।আপত্তি থাকলে শুনানি অন্তে নিষ্পত্তি করা হয়। |
সরকার নির্ধারিত হার অনুযায়ী । আপত্তি আবেদনের জন্য কোর্ট ফি ২০.০০ টাকা । |
০১-০৭ দিন |
পূর্ববতী বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ এর রশিদ আবেদনের স্বপক্ষে প্রয়োজনীয় সকল কাগজ পত্র |
০২ |
নামজারী ও জমা খারিজ |
নির্ধারিত ফরমে প্রদত্ত আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত পূর্বক,পক্ষগনকে নোটিশ প্রদানক্রমে শুনানি গ্রহণ সাপেক্ষে কোন আপত্তি না থাকলে নামজারী ও জমা খারিজ নির্ধারিত সময়ের মধ্যে মঞ্জুর/ নামঞ্জুর করা হবে। আবেদনকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন ভূমি অফিসে প্রয়োজনীয় রেকর্ডপত্র দেখাতে হবে এবং নির্ধারিত তারিখ ও সময়ে মূল রেকর্ডপত্রসহ উপজেলা ভূমি অফিসে শুনানিতে উপস্থিত হতে হবে।
|
আবেদনের জন্য কোর্ট ফি ২০.০০ টাকা। lনোটিশ জারি ফি ৫০.০০ টাকা । রেকর্ড সংশোধন বা হালকরন ফি ১০০০.০০ টাকা প্রতি কপি নামজারী খতিয়ান ফি ১০০.০০ টাকা । |
৪৫ দিন |
দলিলের সার্টিফাইড কপি / ফটোকপি lপ্রয়োজনীয় বায়া দলিলের সার্টিফাইড কপি /ফটোকপি ওয়ারিশ সনদপত্র ( অনধিক তিন মাসের মধ্যে ইসকৃত ) lসংশ্লিষ্ট খতিয়ানের সার্টিফাইড কপি/ ফটোকপি ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ lআবেদনকারী/ প্রতিনিধির ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি। আদালতের আদেশ/রায় /ডিক্রি এর সার্টিফাইড কপি/ ফটোকপি lআবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
|
০৩ |
নামজারী ও জমা খারিজ আদেশের রিভিউ শুনানি |
নামজারী ও জমাভাগের আদেশের বিরুদ্ধে কারো কোন আপত্তি থাকলে নামজারী মঞ্জুরের ৩০দিনের মধ্যে (৩০ দিন পরে বিলম্বের কারণ উল্লেখ পূর্বক) প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। শুনানী এবং তদন্তের মাধ্যমে চাহিত তথ্যদি পর্যালোচনার আদেশ দেয়া হবে। |
আবেদনের জন্য কোর্ট ফি ২০.০০ টাকা । |
|
আবেদনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র। |
০৪ |
ভূমিহীন কৃষকদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান |
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর “ভূমিহীন বাছাই কমিটি” কর্তৃক ভূমিহীনদের সাক্ষাৎকার শেষে আবেদনপত্র যাচাই –বাছাই ক্রমে “উপজেলা খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি ”কর্তৃক সুপারিশ “জেলা খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্থ কমিটি”কর্তৃক চূড়ান্ত অনুমোদন এর পর রেকর্ড সংশোধন পুর্বক দলিল হস্তান্তর করা হয় । |
২০ .০০ টাকা সেলামী । |
৬০-১০০দিন |
আবেদনকারীর /আবেদনকারীদের ওয়ার্ড মেম্বর /চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত একক/ যৌথ ০২কপি ছবি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সংক্রান্ত সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ভূমিহীন সনদপত্র । |
০৫ |
অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান |
আবেদন প্রাপ্তির পর তদন্ত শেষে বন্দোবস্তের প্রস্তাব উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করার পর তা অনুমোদন সাপেক্ষে বন্দোবস্ত প্রদান করা হয় । |
আবেদনের জন্য কোর্ট ফি ২০.০০টাকা সরকার নির্ধারিত সেলামী । |
৯০-১২০দিন |
আবেদনের স্বপক্ষে প্রয়োজনীয় সকল কাগজপত্র। |
০৬ |
অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা ও এর ইজারা নবায়ন |
আবেদন প্রাপ্তির পর তদন্ত (প্রয়োজনে তদন্ত সাপেক্ষে সঠিক পাওয়া গেলে) উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদনের পর নির্ধারিত লীজমানি আদায় সাপেক্ষে অর্পিত সম্পত্তি একসনা ইজারা নবায়ন করা হয় । |
আবেদনের জন্য কোর্ট ফি ২০.০০টাকা সরকার নির্ধারিত লীজমানি । |
০১-০৭ দিন |
পূর্ববতী বছরের লীজমানি পরিশোধের রশিদ |
০৭ |
সায়রাত মহাল ব্যবস্থাপনা |
উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ প্রাপ্তির পর ইজারাদার বরাবর যথাযথভাবে মহাল দখল প্রদান করা হয়। |
- |
০৭ দিন |
- |
০৮ |
পেরিফেরিভুক্ত হাট বাজার চান্দিনা ভিটি একসনা বন্দোবস্ত লাইসেন্স প্রদান |
প্রকৃত ব্যবসায়ীদের আবেদন প্রাপ্তির পর যথাযথভাবে তদন্ত সাপেক্ষে, জেলা প্রশাসক কর্তৃক অনুমোদন এর পর চান্দিনা ভিটি একসনা বন্দোবস্ত লাইসেন্স প্রদান করা হয় । |
আবেদনের জন্য কোর্ট ফি ২০.০০টাকা সরকার নির্ধারিত লাইসেন্স ফি |
৩০-৪৫ দিন |
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট ট্রেড লাইসেন্স |
০৯ |
পেরিফেরিভুক্ত হাট বাজার চান্দিনা ভিটি একসনা বন্দোবস্ত লাইসেন্স নবায়ন |
আবেদন প্রাপ্তির পর (প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে সঠিক পা্ওয়া গেলে ) নির্ধারিত ফি আদায় সাপেক্ষে একসনা চান্দিনা লাইসেন্স প্রদান করা হয় । |
আবেদনের জন্য কোর্ট ফি ২০.০০টাকা সরকার নির্ধারিত লাইসেন্স ফি |
০১-০৭ দিন |
পূর্ববতী বছরের লাইসেন্স ফি প্রদান এর রশিদ |
১০ |
বিবিধ একসনা বন্দোবস্ত প্রদান ও ক্ষতি পূরণ আদায় |
আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত পূর্বক এর অনুমোদন সাপেক্ষে বিবিধ একসনা বন্দোবস্ত প্রদান ও ক্ষতিপূরণ আদায় করা হয় । |
আবেদনের জন্য কোর্ট ফি ২০.০০টাকা সরকার নির্ধারিত হার অনুযায়ী |
৩০ দিন |
- |
১১ |
ভূমির ব্যবহার ভিত্তিক শ্রেণী পরিবর্তন |
আবেদন প্রাপ্তির বা ULAO এর প্রতিবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্তপূর্বক ভূমির ব্যবহার ভিত্তিক শ্রেণী পরিবর্তন করে রেকর্ড সংশোধন করা হয় । |
আবেদনের জন্য কোর্ট ফি ২০.০০টাকা |
১৫-৩০ দিন |
আবেদনের স্বপক্ষে প্রয়োজনীয় সকল কাগজপত্র। |
১২ |
ভূমির মালিকানা সনদ পত্র প্রদান |
আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত সাপেক্ষে আবেদনকারীর নামে রেকর্ড থাকলে সনদ পত্র ইস্যু করা হয় । |
আবেদনের জন্য কোর্ট ফি ২০.০০টাকা |
১৫-৩০দিন |
আবেদনের স্বপক্ষে প্রয়োজনীয় সকল কাগজপত্র। |
১৩ |
খতিয়ানের করণিক ভুল সংশোধন |
আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত পূর্বক খতিয়ানের করনিক ভুল সংশোধন করে রেকর্ড সংশোধন করা হয় । |
আবেদনের জন্য কোর্ট ফি ২০.০০টাকা |
৩০দিন |
আবেদনের স্বপক্ষে প্রয়োজনীয় সকল কাগজপত্র। |
১৪ |
ভূমি সংক্রান্ত বিবিধ বিষয়ক আবেদনের উপর কার্যক্রম গ্রহণ |
আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্টদের দ্বারা যথাযথ তদন্ত পুর্বক, আবেদনের উপর শুনানি গ্রহণের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় । |
আবেদনের জন্য কোর্ট ফি ২০.০০টাকা |
৩০দিন |
আবেদনের স্বপক্ষে প্রয়োজনীয় সকল কাগজপত্র। |
নির্ধারিত ফি ব্যতীত অন্য কোন আর্থিক লেনদেন দন্ডনীয় অপরাধ । নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রাপ্ত না হলে কোন ধরণের পরামর্শ ,তথ্য ও অভিযোগের জন্য যোগাযোগ করুনঃ
জেলা প্রশাসক,সাতক্ষীরা । ফোন :০৪৭১৬৩২০১ Email:dcsatkhira@mopa.gov.bd
|
উপজেলা নির্বাহী অফিসার, কালিগঞ্জ।
ফোন : ০৪৭২৫৫৬০০৯
Email : unokaliganj@gmail.com
অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব),সাতক্ষীরা। ফোন : ০৪৭১৬৩২০৫
|
সহকারী কমিশনার ভূমি, কালিগঞ্জ। ফোন : ০৪৭২৫৫৬০২৫ Email: aclandkaliganjsatkhira@gmail.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস